পিএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম জেনেনিন
Dokander
December 20, 2018
0 Comments
কিভাবে জানতে পারবেন ২০১৮ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল
আনুমানীক আগামী 23-27 ডিসেম্বর এর মধ্যে প্রকাশ করা হবে 2018 সালের প্রাথমিক এবং ইবতেদায়ী পরীক্ষার ফলাফল। সকাল 11 টায় প্রধানমন্ত্রীর হাতে ফলাফল হস্তান্তর করা হবে শিক্ষা মন্ত্রনালায় হতে। এর পর উক্ত ফলাফল দুপুর 2: 00 টায় মোবাইলে ও অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এর ফলাফল দেখা যাবে। ওয়েবসাইটি হলো-
http://dperesult.teletalk.com.bd/dpe.php
এছাড়া মোবাইলে পরীক্ষার ফলাফল দেখার নিয়মঃ
প্রাথমিক ও শিক্ষা সমাপনীঃ
DPE পরীক্ষার্থীর আইডি নম্বর পাশের বছর, এরপর Send করুন 16222 নম্বরে।
যেমন: DPE 1120172060810798 2018 Send করুন 16222 নম্বরে।
ইবতেদায়ী শিক্ষা সমাপনীঃ
EPE পরীক্ষার্থীর আইডি নম্বর পাশের বছর, এরপর Send করুন 16222 নম্বরে।
যেমন: EBT 1120172060810798 2018 Send করুন 16222 নম্বরে।